জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকে বিশ্বে বাংলা ভাষা হচ্ছে ষষ্ঠ ভাষা। অথচ এই বাংলা ভাষাকে জাতিসংঘ তার দাফতরিক ভাষা হিসেবে গ্রহণ করেনি। স্বীকৃতি দেয়নি। আমরা আজকে এই একুশের মঞ্চ থেকে এই দাবি জানাচ্ছি।’
আজ রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে সর্বত্র বাংলা ভাষা প্রচলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখনও আমরা মায়ের ভাষা, মাতৃভাষাকে সর্বত্র প্রচলন করতে পারিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আদালতসহ সবত্র বাংলা ভাষা প্রচলনের ওপর গুরুত্ব দিয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন। এই ইদ্যোগ সফল করার জন্য আমি সকলের কাছে আহ্বান জানাই।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ