তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আগামী ২০৩০ সালের মধ্যে কালিয়াকৈর ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ সম্পূর্ণভাবে এক্সপো করতে পারব। বঙ্গবন্ধ হাইটেক সিটির ৩০ থেকে ৪০ শতাংশ কাজ শেষ। ৩৫৫ একর জমিতে কাজ শেষ হয়েছে। এখানে লক্ষাধিক মানুষের কর্মস্থানের সুযোগ হবে।’
আজ সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈ ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’তে অরিক্স বায়োটেক লিমিটেডের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধ হাইটেক সিটির ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনেয়ারা বেগম, অরিক্স বায়োটেক লিমিটেড চেয়ারম্যান কাজী সাকিলসহ বিভিন্ন কর্মকর্তা।
প্রতিমন্ত্রী বলেন, ‘অরিক্স বায়োটেক লিমিটেডে আগামী দুই বছরের মধ্যে ফিজিক্যাল ইন্সট্রাক্টরগুলো শেষ হবে। তিন বছরের মধ্যে তারা এখানে উৎপাদনে যাবে। আমরা আশা করছি, এখানে এক হাজার কোটি টাকায় আমদানি করতে হতো যে প্লাজমা বিশ্লেষণের জন্য, সেটা আমাদের অরিক্স বায়োটেক লিমিটেড সম্পূর্ণ চালু হলে, এক হাজার কোটি টাকায় আমদানি করতে হবে না। আমরা আশা করছি, এখানে দুই হাজার কর্মস্থানের সুযোগ হবে। ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ আসবে। আগামী পাঁচ বছরের মধ্যে আমরা আমদানিতে যেতে পারব।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ