২২ এপ্রিল, ২০২১ ১৭:১৩

শেখ হাসিনা দেশের কৃষকের মুখে হাসি দেখতে চান : পানি সম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি

শেখ হাসিনা দেশের কৃষকের মুখে হাসি দেখতে চান : পানি সম্পদ উপমন্ত্রী

পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শনে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকের মুখে হাসি দেখতে চান। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো হাওর অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটাতে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড আগে থেকেই কাজ করে যাচ্ছে। ফলে এ বছর হাওর অঞ্চলের কৃষকরা তাদের ধান ঘরে তুলতে শুরু করেছে।

বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

সরকারের পূর্ব প্রস্তুতি থাকায় হাওর অঞ্চলের সকল কৃষি ফসল কোনো রকম অসুবিধা ছাড়াই কৃষকরা ঘরে তুলতে পারবে বলে পানি সম্পদ উপমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তিনি প্রকল্পটির সময়সীমার আগেই প্রকল্পটির কাজ সম্পূর্ণ করার আশা প্রকাশ করেন। তিনি বলেন, সারা দেশের সকল ঝুঁকিপূর্ণ এলাকাকে চিহ্নিত করেই নদী ভাঙন রোধে কাজ করছে সরকার।

প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা এবং স্থানীয় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের নেতারা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর