৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৮:১৫

সম্প্রীতির পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

সম্প্রীতির পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। আর সম্প্রীতির পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির মধ্য দিয়ে দারিদ্রতাকে জয় করে এই দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ কর্তৃক সম্মানিত করা হয়েছে। 

শুক্রবার দিনাজপুরের বিরলে অসাম্প্রদায়িক বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে বিরলের ৯৫টি পূজা মণ্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাওসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওযামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর