২৬ জানুয়ারি, ২০২৩ ২১:১২

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডিসিদের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডিসিদের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক (ফাইল ছবি)

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য খাতে অবকাঠামো উন্নয়ন হয়েছে। কিন্তু এখন বড় চ্যালেঞ্জ দেশের প্রত্যেক এলাকায় স্বাস্থ্যসেবার মান উন্নত করা।

বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের জেলা পর্যায় পর্যন্ত মোটামুটি ঠিক আছে; কিন্তু উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান এখনো উন্নত পর্যায়ে পৌঁছায়নি। আমাদের প্রত্যেক উপজেলা সরকারি হাসপাতালে এক্স-রে, আল্টাসনোগ্রাফি মেশিন রয়েছে। কোথাও কোথায় টেকনেশিয়ান না থাকায় সেগুলোতে একটু সমস্যা হচ্ছে। আবার কোথাও মেশিনে কারিগরি ত্রুটি থাকতে পারে। তবে মেশিন নেই এ কথা ঠিক না…।’

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর