১৪ মার্চ, ২০২৩ ১৬:২৪

সরকার বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে এগিয়ে চলছে : পর্যটন প্রতিমন্ত্রী

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সরকার বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে এগিয়ে চলছে : পর্যটন প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন আল হেলাল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বর্তমান সরকার দেশের দক্ষিণ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে পায়রা বন্দরসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দক্ষিণ অঞ্চলকে অর্থনৈতিক জোন হিসেবে চিহ্নিত করে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার পটুয়াখালী জেলার গলাচিপা-রাঙ্গাবালী উপজেলার সোনার চর ও চর হেয়ার কলাগাছিয়া পর্যটন স্থানগুলো পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এদিন সকাল ১০টায় গলাচিপা জেলা পরিষদ ডাকবাংলো ও ফেরিঘাটে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন আল হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

পরে প্রতমন্ত্রী স্পিডবোটযোগে রাঙ্গাবালীর উদ্দেশে যাত্রা করে বঙ্গোপসাগর সংলগ্ন সোনার চর ও চর হেয়ার কলাগাছিয়া পর্যটন স্থানসমূহ পরিদর্শন করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর