১০ এপ্রিল, ২০২৩ ১৬:৩১

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট চাইলেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট চাইলেন বাণিজ্যমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেউ যাতে করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

সোমবার দুপুরে রংপুরের হারাগাছ পৌর আওয়ামী লীগের আয়োজনে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়-দুঃস্থ মহিলাদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা উপহার শাড়ি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাউনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হান্নান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারাগাছ পৌরসভার সাবেক মেয়র হাকিবুর রহমান, সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, হারাগাছ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান বিন হোসাইন, হারাগাছ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান সহ হারাগাছ পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারাগাছ পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল আকতার।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর