মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, ইলিশ উৎপাদন আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এই খাতকে আরও এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা রয়েছে।
শুক্রবার সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে ‘বরিশালে চ্যালেঞ্জ এন্ড অপরচুনিটি অব লাইভস্টক ডেভেলপমেন্ট’ শীর্ষক এক সেমিনারে
এসব কথা বলেন প্রাণি সম্পদ মন্ত্রী।
বরিশালের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আলী সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ ও মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার।
এছাড়া বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তরের পরিচালক সহ মৎস্য ও প্রাণি সম্পদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সেমিনারে বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত