১৮ আগস্ট, ২০২৩ ২১:২৫

আন্দোলন সংগ্রামের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আন্দোলন সংগ্রামের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই: ভূমিমন্ত্রী

ফাইল ছবি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে ক্ষমতায় আসতে চায়। তারা মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় বসতে চায়। 

মন্ত্রী বিএনপি-জামায়াতকে হুঁশিয়ারি করে বলেন, আন্দোলন সংগ্রামের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আজকের এই অবস্থানে এসেছে। 

শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবেই আগামী জাতীয় নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। আর নির্বাচনে জনগণই নির্ধারণ করবে তারা কাকে ক্ষমতায় আনবে। আর আমার আত্মবিশ্বাস আওয়ামী লীগ দেশে যত উন্নয়ন করেছে তার ফলপ্রসুত জনগণ আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় আনবে। কারণ বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ আরও ৩০-৫০ বছর পিছিয়ে যাবে।

উপজেলা আওয়ামী লীগের অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য এসএম আলমগীর চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আ’লীগের সহ-সভাপতি জাফর উদ্দীন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফজলুল করিম চৌধুরীর বাবুল, কলিম উদ্দিন, আজিজুল হক বাবুল, মাষ্টার মো. ইদ্রিস, অসীম কুমার দেব, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, দিদারুল ইসলাম, আবু হানিফ, এম. নজরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক এম এ রহিম, যুবলীগ নেতা ইফতেখারুল আলম ইদ্রিস, জেলা ছাত্রলীগের সহসভাপতি ফারুকুল ইসলাম,  ছাত্রলীগ নেতা জিসান, এরফান আলী প্রমুখ।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর