দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে দুজনই নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে এক ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ এবং আপোষহীন।
এর আগে, রাত সাড়ে ৩টার দিকে এ বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।
বিডি প্রতিদিন/কেএ