স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনো দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে- আসন্ন নির্বাচনের যারা অন্তরায় হবে, নির্বাচন যারা বাধাগ্রস্ত করবে এবং নির্বাচন পণ্ড করার চেষ্টা করবেন তাদের জন্য এই ভিসা নীতি প্রয়োগ করা হবে। আমরা মনে করি, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।’
আজ শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ইনডোর প্লে-গ্রাউন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমাদের কিছু বলার নেই। কাকে ভিসা দিবে, নাকি না দিবে, সেটা তাদের নিজস্ব এখতিয়ার। সেখানে আমাদের কিছু বলার নেই’।
এ সময় সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, খুলনা রেঞ্জের ডিআইজি গোলাম মঈন উদ্দীন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জমান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির চলমান রোডমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো আন্দোলন সংগ্রামে সরকার ভীত নয়। বিএনপির আন্দোলন সরকার যেকোনো মূল্যে প্রতিহত করবে। যথাসময়ে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইনে পুলিশের ইনডোর প্লে-গ্রাউন্ডের সামনে মাধবিলতা গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিকে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে মধ্যাহ্নভোজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিকাল ৪টার সময় কালিগঞ্জের নলতা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করে প্রধান অতিথির বক্তব্য দেন।
এসময় বিশেষ অতিথি’র বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা সদর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা (শ্যামনগর-কালিগঞ্জ একাংশ)-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.কাজী এরতেজা হাসান, আশাশুনি আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এবিএম মোস্তাকিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাত্তার, যুগ্ম আহ্বায়ক কাজী হিল্লোল, তানভীর হোসেন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকসহ প্রত্যেক ইউনিটের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ