বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের উপ-প্রেস সচিব মো. শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ আগস্ট) এ কথা জানানো হয়।
এদিকে, মুক্তি পাওয়ার পর রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মুক্তি পাওয়ার পর ম্যাডামের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এসময় তিনি ম্যাডামের চিকিৎসার খোঁজখবর নেন।বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ