কৃষক দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এবং বগুড়া-৪ আসনের সাবেক এমপি মোশারফ হোসেন বলেছেন, কৃষকের প্রতি ভালোবাসা থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার বার আমাদের নির্দেশনা দিচ্ছেন। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশকে গড়ে তুলতে হলে দেশের আনাচে কানাচে সুজলা-সুফলা-শষ্য-শ্যামলা আমাদের এই উর্বর মাটিতে ফসল ফলাতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।
শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ কৃষকদলের কেন্দ্রীয় এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত