দেশের খুব বড় পরিবর্তন না হলেও কিছুটা হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
রবিবার বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছরের যাত্রা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, শেখ হাসিনার শাসনামলে সমালোচনা করার ভয় ছিল। বিগত সময়ে বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের তথ্য গোপন করা হয়েছিল। কোনো কিছু আগের মতো থাকে না। খুব বড় পরিবর্তন না হলেও কিছুটা হয়েছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন তিনি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, আমাদের লক্ষ্য ঠিক করতে হবে। বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলা করতে হবে।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বিগত সময়ে তথ্য গোপন করা হয়েছে, যা এখন বেরিয়ে আসছে। পরিসংখ্যান নিয়ে মিথ্যাচার করা হয়েছিল।
তিনি বলেন, বিগত সময়ে যিনি দায়িত্ব নিয়েছেন, তিনিই জনগণকে ঠকিয়েছেন। জনগণের স্বার্থ রক্ষার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে দিয়েও বসে থাকা যাবে না। জনগণের ভেতর পরিবর্তন এনে তাদের স্বার্থ রক্ষার কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/কেএ