বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কারো দয়ার দান নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, আমরা ভারতকে বন্ধু ভেবেছিলাম। কিন্তু তারা আমাদের প্রভুর ন্যায় আচরণ করছে।
রবিবার সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের সঙ্গে বিভিন্ন ধরনের শত্রুতা করে আসছে। বিশেষ করে দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের উপর ফ্যাসিবাদের শাসন চাপিয়ে দেওয়ার জন্য সর্বাত্বক সহযোগিতা করেছিল ভারত। শুধু তাই নয় ফ্যাসিবাদের জনক শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এবং তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে ভারত। হাসিনাকে খুশি করার জন্য বাংলাদেশের সঙ্গে অবন্ধুসুলভ আচরণ করছে। আমরা এ সকল দৈতকাজের নিন্দা জানাই।
তিনি আরও বলেন, ভারতের সেই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। সুশৃঙ্খলভাবে এই পদযাত্রা করবো। ভারত নানা ধরনের ষড়যন্ত্র করছে। তবে আমরা শান্তির পক্ষে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করির পল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত