বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দুরভিসন্ধিমূলক। রাজনৈতিক ফায়দা লাভের জন্য বিভিন্ন অযুহাতে নির্বাচন প্রলম্বিত করলে সঙ্কট আরও ঘনিভূত হবে, ছাত্র-গণ অভ্যুত্থানের আকাঙ্খা-চেতনা ষড়যন্ত্রের চোরাবালিতে ডুবে যেতে পারে।
মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
যৌথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, কঠিন ও জটিল পরিস্থিতি থেকে দেশ এবং জনগণকে উদ্ধারে বিরাজমান সঙ্কট দূর ও রাষ্ট্র মেরামত করতে অতি দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ৩ মাস নয়, আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও সংস্কার ও নির্বাচনি কার্যক্রম জনপ্রত্যাশা অনুযায়ী এগোয়নি। উপরন্তু জনসমস্যা নিরসন না হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে, একই সাথে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির দোসরদের ষড়যন্ত্রও বেড়েছে।
সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত