চুলে রং করায় হেইলি ব্ল্যাক নামের এক কিশোরীকে স্কুল ছাড়তে হলো। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের মাসল শোলস হাইস্কুলে।
১৫ বছর বয়সী হেইলির মা কিম বয়েডের দাবি, তার মেয়ে তিন বছর ধরে চুলে এ রকম লাল রং করছে। এ ব্যাপারে আগে কখনো আপত্তি ওঠেনি। কিন্তু স্কুলটির অধ্যক্ষ চাদ হোলডেন গত সপ্তাহে তার মেয়েকে অফিসে ডেকে ওই নির্দেশ দেন।
ব্ল্যাক ওই স্কুলটির ব্যান্ডদলেরও সদস্য। অধ্যক্ষের এমন সিদ্ধান্তে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে বলে তার মা জানান। ব্ল্যাক তার চুলের রং স্বাভাবিক অবস্থায় (কালো) ফিরিয়ে আনার পরদিন তাকে স্কুলে ফিরতে অনুমতি দেয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা কৃত্রিম রং ব্যবহার করতে পারবে না বলে স্কুলটিতে নিয়মে আছে। তবে হেইলির মায়ের দাবি, মানুষের চুলের লাল রং প্রাকৃতিক।
ঘটনা এখানেই শেষ হয়নি। ইতোমধ্যে স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে আপিল করেছেন ওই কিশোরীর মা। তিনি আইনজীবীর মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন।