বিশ্বব্যাপী মূর্তমান আতঙ্কে পরিণত হওয়া জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। সংগঠনটি ইরাক ও সিরিয়ায় অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পশ্চিমাদের ঘুম কেড়ে নিয়েছে। সেই আইএসের নামে অন্তর্বাস বানিয়ে বিতর্কের জন্ম দিয়েছে ব্রিটেনের ‘আন সামারস’ নামে একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান।
পরে অবশ্য ক্ষমা চেয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তারা ইরাক বা সিরিয়ায় জিহাদিদের সমর্থন করে না। পণ্যটি বাজার থেকে তুলে নেওয়ারও কোনো পরিকল্পনাও তাদের নেই। খবর এনডিটিভি। তাদের মত, প্রাচীন মিশরের উর্বরের দেবীর নামানুসারে তারা নামটি দিয়েছেন।
আন সামারস'র এক মুখপাত্র ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসখানেক আগে নামটি আমরা ঠিক করি। এটা ঠিক ভুল সময়ে কাপড়গুলো বাজারে এসেছে। তবে জিহাদিদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করার কোনো সুযোগ নেই।