মায়ের স্বপ্ন মেয়ে বিউটি পেজেন্টে অংশ নেবে এবং জয়ীও হবে। তাই মেয়ের ওজন কমাতে উঠে-পড়ে লাগেন তিনি। কিন্তু মেয়ের ওজন কমাতে গিয়ে যা করলেন, তা জেনে যে কোন ব্যক্তির মাথা ঘুরে যেতে পারে।
পেটে তীব্র ব্যাথা নিয়ে ফ্লোরিডার একটি হাসপাতালে পৌঁছান এক তরুণী। চিকিত্সার পর তার পেট থেকে ফিতাকৃমি পাওয়া যায়। কেন? তার মা চেয়েছিলেন মেয়ের ওজন কমাতে হবে, আর তাই তাকে ফিতাকৃমি খাওয়ানো শুরু করেছিলেন।
ব্যাথায় কাতরাতে কাতরাতে তরুণী যখন হাসপাতালে পৌঁছান, তখন নার্সরা ভেবেছিলেন, হয়তো ওই তরুণী গর্ভবতী। তাকে এমারজেন্সিতে ভর্তি করা হয়। আল্ট্রাসাউন্ডের পর জানা যায় সে গর্ভবতী নয়। কিন্তু তার অন্ত্র ফুলে গেছে। এরপর যখন তার স্টুল টেস্ট করানো হয় তখন মাথা ঘুরে যায় চিকিত্সক এবং নার্সদের।
'আনটোল্ড স্টোরিজ অফ দ্য ইয়ার' নামে একটি টিভি শোতে নার্স ম্যারিকার ক্যাবরেল ওসোরিয়ো জানান, 'টয়লেট বোল ফিতাকৃমিতে ভর্তি ছিল। সে এই সমস্ত ফিতাকৃমি গিলে খেয়েছিল। এটি অত্যন্ত ভয়ানক। দু'টি ফিতাকৃমি তো খুব লম্বা ছিল এবং টয়লেট বোলের বাইরে আসার চেষ্টা করছিল।'
একটি সংবাদসংস্থার খবর অনুযায়ী ডিসকভারি চ্যানেলের শো 'ফিট অ্যান্ড হেল্থ'-এ দেখানোর পর এই খবর প্রকাশ্যে আসে। জানা গেছে, ওই তরুণীর মা মেক্সিকো থেকে ফিতাকৃমির ডিম কেনেন এবং তার ওজন কমানোর জন্য জোর করে খাইয়েছিলেন।
ওই নার্স জানান, 'এর পরই মেয়ের কাছে ক্ষমা চাইতে শুরু করেন ওই মহিলা। বলেন, 'আমায় ক্ষমা করে দাও। তুমি জানো আমি তোমার ওজন কমাতে চাইতাম। পেজেন্টে অংশগ্রহণের আগে তোমার স্বাথ্য কমানোর প্রয়োজন ছিল।'