বিমানের টিকিটের দাম নাকি ১০০ টাকা। এটা কি সম্ভব? হ্যাঁ, সেটাই সম্ভব করেছে এয়ার ইন্ডিয়া। আজ বুধবার এয়ার ইন্ডিয়া দিবস উপলক্ষে যাত্রীদের কাছে ১০০ টাকার টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। কিন্তু ১০০ টাকার টিকিট এয়ারলাইন্সের যে নির্দিষ্ট ওয়েবসাইটে বিক্রি হচ্ছে সেটা শুরুতেই ক্র্যাশ করেছে। মনে করা হচ্ছে বেশি সংখ্যাক লোক এই টিকিট কিনতে ওয়েবসাইটে প্রবেশ করাতেই বিপত্তি বেঁধেছে।
২০০৭ সালের ২৭ অাগস্ট এয়ার ইন্ডিয়াকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত করা হয়। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই এই প্রথম এয়ার ইন্ডিয়া দিবস পালনের সিদ্ধান্ত হয়। এই দিবসে পুরস্কৃত করা হবে সংস্থার মেধাবী কর্মীদেরও। এয়ারলাইন্সের নির্দিষ্ট ওয়েবসাইটে ২৭ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে যারা টিকিট কিনবেন তারাই এই বিশেষ অফারের ১০০ টাকার টিকিট পাবেন। ২৭ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাত্রা করতে হবে এই ১০০ টাকার টিকিটে।