বয়স দুই বছর। জার্মান শেফার্ড। নাম হ্যারি। দেখতে খুবই শান্ত, নিরীহ প্রকৃতির। খাড়া কান ও বিশাল চোখ তার। কিন্তু এই হ্যারি ইতোমধ্যে নষ্ট করেছে মনিবের ৫ হাজার পাউন্ড সমমূল্যের সম্পদ!
১৫ জোড়া জুতা, পাঁচটি হাতব্যাগ ও অসংখ্য বই গলাধকরণ করেছে কুকুরটি। সোফা, টেবিল ও বাড়ির ব্যবহৃত আটটি বিছানা চিবানোতেও অসাধারণ সাফল্য দেখিয়েছে হ্যারি।
ঘটনার এখানেই শেষ নয়। একটি ভ্যাকুয়াম ক্লিনার ও জর্জ ফোরম্যান গ্রিল ধ্বংস করে ফেলেছে কুকুরটি। হ্যারির মালিক কাই ও কাইল গ্রেগরি যুগল তার এ বদঅভ্যাসগুলো বন্ধ করতে অনেকভাবেই চেষ্টা করেছেন। কিন্তু তাকে বাগে আনতে পারছেন না।
প্রিয় কুকুরের অত্যাচারে অতিষ্ট হয়ে যুক্তরাজ্যের লিংকনশ্যায়ারের এ দম্পতি কুকুর ছানাদের জন্য পরিচালিত স্থানীয় একটি স্কুলে নিয়ে একজন কুকুর বিশেষজ্ঞের পরামর্শ নেন।
কাই ও কাইল গ্রেগরি দম্পতি জানান, তারা যখন এক বা দুই ঘণ্টার জন্য বাড়ির বাইরে যান কিংবা ঘুমান তখন হ্যারি ধ্বংসযজ্ঞে মেতে ওঠে। তিন মাস বয়স থেকে হ্যারি তাদের বাড়িতে আছে। সে সময় থেকে এ পর্যন্ত হ্যারি তাদের প্রায় ৫ হাজার পাউন্ড সমমূল্যের সম্পদ বিনষ্ট করেছে। স্বাভাবিকভাবেই হ্যারিকে নিয়ে বড় অস্বস্তিতে রয়েছেন এ দম্পতি। তবে হ্যারিকে হারাতেও চান না তারা।