"রোজ কত কী ঘটে যাহা তাহা....এমন কেন সত্যি হয় না আহা।"সত্যি হয়েছে। তবে আমার-আপনার পাড়ায় নয়। ঘটনাটি ঘটেছে ভারতের কোয়েম্বাটোরে। রাস্তায় ছড়িয়ে ১৫ কোটি টাকা! সকাল সকাল খোলা রাস্তায় অগণিত কড়কড়ে নোট দেখে ভিড় জমে যায়। টাকা কুড়নোর হুড়োহুড়িও পড়ে।
গতকাল বৃহস্পতিবার সকালে এটিএম কাউন্টারে টাকা ভরতে বেরিয়ে মাঝরাস্তায় উল্টে যায় একটি ব্যাংকের গাড়ি। কেরলের ত্রিুশুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে। গাড়ি উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ে ১৫ কোটি টাকার একটি বান্ডেল। গাড়িতে থাকা নিরাপত্তা রক্ষী টাকা পাহারা দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছয়। রাস্তা থেকে টাকা তুলতে ব্যাংক কর্মীদের সাহায্য করেন তারা। তাই বলা যেতে পারে উপস্থিত জনতার মনোবাঞ্ছা হয়তো খুব একটা পূরণ হয়নি।