মাত্র ১৫ সেকেন্ডেই ঘুরে আসতে পারেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামার বেডরুম থেকে ডাইনিং- সবখানে! জেনে নিতে পারেন ওবামার বাড়িতে কোথায় কোন আসবাবপত্র আছে, কিভাবে সাজানো গোছানো হয়েছে তার বেডরুম, ড্রয়িং রুম অথবা ডাইনিং ইত্যাদি!
শুনতে অবাক লাগলেও সম্প্রতি ইন্সট্রাগ্রামে এমনই এক ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। ভিডিওটি দেখে ধারণা করা হয়, হোয়াইট হাউসে মোট ১৩২টি কক্ষ রয়েছে। ছয়তলা বিশিষ্ট এই ভবনটিতে মোট ৩৫টি বাথরুম রয়েছে। সম্পূর্ণ হোয়াইট হাউস ঘুরতে সময় লাগবে কয়েক ঘন্টা। তবে ভিডিওটি মাত্র পনের সেকেন্ডে ধারন করা হয়েছে।
ভিডিওটি ভবনের ব্লু রুম থেকে শুরু হয়েছে। ব্লু রুম ঘুরে, রেড রুম হয়ে গ্রীন রুম দেখানো হয়েছে ভিডিও চিত্রে। রেড রুমের অবস্থান হোয়াইট হাউসের একেবারে মাঝখানে। এই রেডরুমে দাঁড়িয়েই সাধারনত ওবামা হোয়াইট হাউসে আগত অতিথিদের বরণ করে নেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তিনি এখান থেকেই স্বাগত জানিয়েছিলেন। অতিথি বরণ ছাড়াও রেডরুমটি পার্লার এবং মিউজিক রুম হিসেবেও ব্যবহৃত হয়। এছাড়া ছোটখাটো অতিথি বরণ এবং চা পানের রুম হিসেবে গ্রীন রুমের ব্যবহার হয়ে থাকে।