ইংল্যান্ডের অ্যালিসবুরির রব ফ্লেডিং নিজের বাড়িতে বসে বই পড়ছিলেন। হঠাৎ জানালার কাচে একটি মথ দেখতে পেয়ে সেটিকে তাড়াতে যান। আর তাতেই বিপদে পড়ে গেলেন ৪৩ বছর বয়সী ফ্লেডিং। মথটি তার কানের মধ্যে ঢুকে যায়।
টানা তিনদিন ন রবের কানের মধ্যে জীবন্ত অবস্থায় ছিল মথটি। শেষে হসপিটালে দৌড়ালেন তিনি। প্রায় দেড় ঘন্টার অস্ত্রোপচারের পর তার কান থেকে বের করা হয় মথটিকে। ততক্ষণে অবশ্য মথটি মারা গেছে।
অস্ত্রোপচারের পর ফ্লেডিং বলেন, তিনদিন ধরে সে কী ভীষণ অস্বস্তি! মাথার ভেতরে মথটা বোঁ বোঁ করছে তো করছেই। এক অসহ্য ব্যাপার। প্রতিটা মূহূর্ত কেটেছে অসহনীয় যন্ত্রণায়। তবে মজার ব্যাপার হলো এতো যন্ত্রণা দিয়েছে যে মথ সেই ভিলেনকে বাড়ি বয়ে নিয়ে একটি বয়ামে ভরে রেখে দিয়েছেন।