বিশ্বব্যাংকের জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশসহ দারিদ্রপীড়িত পল্লী এলাকাগুলোতে ৫০ কোটির বেশি লোক বাড়িতে টয়লেট নেই বলে খোলাস্থানে মলমূত্র ত্যাগ করে। এর ফলে তারা নানাবিধ রোগে আক্রান্ত হয়।
এদিকে, নারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গতকাল রবিবার ভারতের উত্তরাঞ্চলীয় দারিদ্রপীড়িত একটি গ্রামে শতাধিক নতুন টয়লেট হস্তান্তর করা হয়েছে। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ওই অঞ্চলের গ্রামগুলোতে টয়লেট ছিল না। এর ফলে নারীরা দীর্ঘদিন ধরে খোলা স্থানে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাধ্য হতেন। দাতব্য সংস্থা সুলভ ইন্টারন্যাশনাল উত্তর প্রদেশের গ্রামটির অধিবাসীদের কাছে টয়লেটগুলো হস্তান্তর করে। খবর এএফপি।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী চার বছরের মধ্যে প্রতিটি বাড়িতে একটি করে টয়লেট থাকবে বলে ঘোষণা করার মাত্র কয়েক সপ্তাহ পর এগুলো হস্তান্তর করা হল।