গত ৩০ বছর ধরে মধ্য প্রদেশের একটি ব্যাংকে পিয়নের কাজ করেন কুলদীপ যাদব। গতকাল মঙ্গলবার সকালে গোয়ালিয়রে তার ছয়টি বাড়ির তিনটি বাড়িতে তল্লাসি চালিয়ে ৩ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেল পুলিশ।
জানা যায়, কুলদীপ ১৯৮৩ সাল থেকে পিয়নের কাজ করেন কোঅপরেটিভ ব্যাংকে। আপাতত চুপচাপ কুলদীপের সম্পত্তির পরিমান শুনে চমকে গিয়েছেন ব্যাংক এক্সিকিউটিভরা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোর ৩টা থেকে শুরু হয় তল্লাসি। তল্লাসি চালিয়ে পুলিশ তার একটি ডুপ্লেক্স বাংলো, ৬টি বড় বাড়ি, ২টি লাক্সারি গাড়ি, নগদ টাকা, গয়না ও ব্যাংক লকারের সন্ধান পেয়েছে।
মাসে ২০,০০০ টাকা বেতন পেতেন কুলদীপ। সেই টাকায় তিন দশকে তাঁর সম্পত্তির পরিমান ১৫ থেকে ১৭ লক্ষের বেশি হওয়ার কথা নয়। কোনও বড় ধরনের দুর্নীতির সঙ্গে কুলদীপ যুক্ত বলে অনুমান করছে পুলিশ।