নির্বাচনে জয়লাভ করতে বছরে ১৫টি করে সন্তান চান মিতসুকোটি শিগেতা (২৪) নামে এক জাপানি নাগরিক। নিউ লাইফ নামে একটি পত্রিকাকে তিনি জানান, তিনি নির্বাচনে দাঁড়াতে চান। এজন্য তাঁর অনেক মানুষের সমর্থন দরকার। আর সে সমর্থনটা যদি পরিবার থেকে পাওয়া যায়, তাহলে মন্দ কী? এজন্য তিনি প্রতি বছর ১০ থেকে ১৫টি সন্তান চান। নিজের মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যাবেন বলে তিনি জানান। ইতোমধ্যে শিগেতা ১৬ সন্তানের জনক হয়েছেন। বিভিন্ন নারীর গর্ভ ভাড়া করে এ সন্তানগুলোর জন্ম হয়েছে।
থাইল্যান্ডের এক নারী অনলাইনে বিজ্ঞাপন দেখেন যে, এক দম্পতি সন্তান চান এবং তাঁদের সন্তান গর্ভধারণ করলে সেই নারীকে ১০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে৷ বস্তিবাসী ওয়াসানা অর্থের বিনিময়ে কোনো শর্ত ছাড়াই নয় মাসের জন্য গর্ভ ভাড়া দিতে রাজি হন। যথাসময়ে একটি ফুটফুটে সন্তানের জন্ম দেন তিনি।
মিতসুটোকি শিগেতা জাপানের এক কোটিপতির সন্তান। বেশি সন্তান লাভের আশায় তিনি অনলাইনে বিজ্ঞাপনটি দেন বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে শিগেতা কেবল ওয়াসানার গর্ভেই নয়, থাইল্যান্ডের আরো ১০ জন নারীর গর্ভ ভাড়া করেন সন্তান উৎপাদনের জন্য। আর এতে তার খরচ হয় প্রায় ৫ লাখ ডলার।
এদিকে এরই মধ্যে থাই পুলিশ শিগেতার বিরুদ্ধে মানব পাচার ও শিশু হয়রানির তদন্ত করেছে। তবে পুলিশের কথায়, এখনো তাঁর বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। পলাতক শিগেতা তাঁর আইনজীবীকে জানিয়েছেন যে, একটা বৃহৎ পরিবারের স্বপ্ন তাঁর। আর সে কারণেই এ কাজটি করছেন তিনি।
সেইসঙ্গে নিজের ১২টি সন্তানকে ফেরতও চেয়েছেন। শিগেতার ১৬টি সন্তানের মধ্যে ১২টি এখন মানবাধিকার কর্মীদের হেফাজতে রয়েছে। এই শিশুদের ডিএনএ পরীক্ষা করে জানা গেছে যে, শিগেতাই তাদের বাবা। তবে ওয়াসানা ছাড়া বাকি শিশুদের মা কারা এ সম্পর্কে কিছুই জানতে পারেনি পুলিশ।