চলন্ত ওয়াশিং মেশিনের ভেতর থেকে পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের পুলিশ।
শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বেঁচে ওঠার সম্ভাবনা আছে।
পুলিশ জানিয়েছে, একটি লন্ড্রিতে শিশুটি যখন ওয়াশিং মেশিনের মধ্যে দ্রুত ঘুরছিল, তখন এক খদ্দের তা দেখতে পান এবং লন্ড্রিম্যানকে জানান। তখনই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
শিশুটি কীভাবে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকল এবং কীভাবেই বা মেশিনটি চালু হলো তা জানাতে পারেনি পুলিশ। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
তবে ওই লন্ড্রির ব্যবস্থাপক জানিয়েছেন, এক ভদ্রমহিলা ওই মেশিনটি চালু করতে গিয়ে পারেননি। তাকে আমরা টাকা ফেরত দিয়েছি।
লন্ড্রির মালিক জানিয়েছেন, মেশিনটি ঠিক ছিল না। কিন্তু কীভাবে চালু হলো তা বুঝতে পারছি না। সার্কিট ভেঙে ওই শিশুকে বের করা হয়েছে।