নেদারল্যান্ডসের একটি ছোট শহরে খাঁচা থেকে বিষাক্ত ও হিংস্র গোখরা সাপ পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে ওই অঞ্চলে আতংক ছড়িয়ে পড়েছে। শহরবাসীদেরকে দরজা-জানালা বন্ধ রাখার এবং ছোট ছোট শিশুদের ঘরের বাইরে যেতে না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলীয় নগরী বেরডা কাছাকাছি ছোট্ট গ্রাম ম্যাডের একজন সৌখিন সংগ্রহকারীর খাঁচা থেকে কেপ কোবরা প্রজাতির এ গোখরা সাপটি ভেগে গেছে। সাপটিকে সর্বশেষ দেখা গেছে বুধবার। সাপটি গতকাল সন্ধ্যায় ভেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে স্থানীয় ড্রিমিলিন পৌরসভা শুক্রবার আশেপাশের এলাকায় সাধারণ সতর্কতা জারি করেছে। সাপটির বিষদাঁত আছে এবং একটি কামড়েই মানুষ মারা যেতে পারে বলে ওয়েসসাইটে দেয়া হুশিয়ারিতে জানানো হয়েছে।
এদিকে, দু'জন সরীসৃপ বিশেষজ্ঞ এরই মধ্যে ওই এলাকায় গেছেন এবং ওই এলাকায় সাপ ধরার অভিযান শুরু হয়েছে।
কেপ কোবরা নামের বিষাক্ত সাপের প্রজাতি দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাওয়া যায়। কোনো ধরনের হুমকির মুখে পড়লে ফণা তুলে ধরে কামড় দেয় স্বভাবে হিংস্র এ সাপ। বিষ নিবারক ওষুধ দিয়ে চিকিৎসা না হলে এর কামড়ে স্নায়ুতন্ত্র নষ্ট হয়ে মানুষের দ্রুত মৃত্যু ডেকে আনে।