এইডস আক্রান্ত ভাবীতে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার এক দেবর। ঘটনাটি ঘটেছে কলকাতার ঘোলা থানার শহরপুর শীতলামন্দির এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত দেবর হীরক পালের ভাই ও ভাবী দুজনেই এইডস রোগে আক্রান্ত। বেশ কয়েক বছর ধরে তারা কলকাতায় চিকিৎসাও করাচ্ছেন। অভিযোগ, তাদের রোগের কথা জানার পরই তাদেরকে বাড়ি থেকে বের কের দেওয়ার চেষ্টা করে আসছিলেন হীরক পাল।
শনিবার সকালে ভাই বাড়িতে না থাকার সুযোগে ভাবীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় হীরক পাল। পরে ভাই ফিরে এলে তাদের বাড়ি ঢুকতে বাঁধা দেয় অভিযুক্ত দেবর। এরপরই ওই দম্পতি স্থানীয় থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দেবর। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।