হঠাৎ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামার সঙ্গে একান্তই দেখা হয়ে যায় তাহলে কেমন হয়। নিশ্চয়ই নিজের চোখকে বিশ্বাস করানো যাবে না। তবে এমন ঘটনাই ঘটেছে র্যাফল দম্পতির বেলায়।
তিন দিন আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রিটেনের ওয়েলসে ন্যাটো সম্মেলন শেষ করে বাড়ি ফিরছিলেন। ক্লান্তি শেষ করে পথিমধ্যে নেমে পড়েন ৩০০ খ্রিস্টাব্দের প্রাচীন নিদর্শন স্টোনহেঞ্জ দেখতে। ঠিক সেসময়ই তারকাটাঁর বেড়ার ওপার দিয়ে হেঁটে যাচ্ছিল ওই দম্পতি। হঠাৎ ওবামাকে দেখে থমকে গেলেন।
প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে স্বাভাবিক হলেন। ভেতরে ভেতরে ওবামার সঙ্গে দেখা করার যে সুপ্ত বাসনা পুঁতে রেখেছিলেন তা হয়তো ওবামাও বুঝতে পেরেছিলেন। নইলে ওবামাই বা কেন আগ বাড়িয়ে এগিয়ে আসবেন। তারপরই ঘটে গেল র্যাফল দম্পতির জীবনের সবচেয়ে স্মৃতিময় মুহূর্তটি। পাঁচ মিনিট ওবামার সান্নিধ্যে ছিলেন তারা। করমর্দন, ছবি তোলা, কথা বলা সবই করেছেন তিন সন্তানের এই অভিভাবক। এএফপি।