প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিবারের অধিকাংশ সদস্যের মধ্যেই মাকড়সা আতঙ্ক রয়েছে। হুমায়ূন কিংবা তার ভাই ড. মুহম্মদ জাফর ইকবাল ভক্তদের এ তথ্যটি জানা আছে। সারা দুনিয়ায় অসংখ্য মানুষ খুঁজে পাওয়া যাবে যারা দেখতে আপাত নিরীহ এই প্রাণীটিকে দেখলে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ছোটোখাটো শরীর নিয়েই মাকড়সা সবার কাছে এক আতঙ্কের নাম। কিন্তু এর আকৃতি যদি হয় বড়সড় এক কুকুরের মতো, তাহলে যে মাকড়শা আতঙ্ক একজন মানুষকে মধ্যে কী ভয়ঙ্কর অনুভূতির জন্ম দেবে তা অনুমান করা বোধহয় কঠিন নয়।
সম্প্রতি ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, কুকুর সাইজের একটি মাকড়সা ছেড়ে দেওয়া হয় জনসাধারণের চলাফেরার জায়গায়। আর মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন। ভিডিওর একটি দৃশ্যে দেখা যায়, দুইজন নারী লিফটের জন্য অপেক্ষা করছেন। লিফট আসতেই তারা দেখেন, একটি মরদেহের বুকের উপর দাঁড়িয়ে আছে সেই বিরাট মাকড়সা। দেখেই তারা দে ছুট! অন্য দৃশ্যে মরদেহ মাকড়সার জালে ঝুলে থাকতে দেখা যায়। এরকম রক্ত হিম করা আরও অনেক দৃশ্য আছে ভিডিটিতে।
এ পর্যন্ত পড়েই যাদের মাকড়শা আতঙ্ক নেই তাদের মধ্যেও যে ভয় ছড়িয়ে পড়েছে তা বলাই বাহুল্য। তবে ভয়ের কারণ আসলেই নেই। পুরো ব্যাপারটিই পোলিশ কৌতুক অভিনেতা সিলওয়েস্টার ওয়ারদেগার সাজানো। তার পোষা কুকুর চিকাকে তিনি প্লাস্টিকের বড় বড় মাকড়সার পা দিয়ে সাজিয়ে এই কাণ্ডটি ঘটান।
মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আড়াল থেকে ধারণ করে ভিডিওটি ইউটিউবে ছাড়েন সিলওয়েস্টার। ভার্চুয়াল দুনিয়ায় রীতিমত সাড়া ফেলে দিয়েছে এটি। এখন পর্যন্ত ৫০ লাখ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।
ভিডিওটি দেখতে ক্লিক করুন: (সতর্কতা: যাদের মাকড়শা ফোবিয়া রয়েছে তারা এই ভিডিও না দেখাই উত্তম)
http://www.youtube.com/watch?v=YoB8t0B4jx4#t=44