এবার গণধর্ষনের শিকার হয়ে মারা গেলেন এক পুরুষ। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায়। মৃত ব্যক্তির নাম ইউরোকো ওনোজো। চরম শারীরিক নির্যাতনের ফলে মৃত্যুবরণ করতে হয় তাকে।
জানা গেছে, ইউরোকো ওনোজো নামে ওই নাইজেরিয়ান ব্যবসায়ীর মোট ছয় স্ত্রী। রুটিন করে স্ত্রীদের সময় দিতেন তিনি। তবে পার্টিতে অন্য নারীদের নিয়েও সময় পার করতেন ওনোজো। সম্প্রতি এক রাতে পার্টিতে সারারাত কাটাবার পর ভোর রাতে বাড়ি ফিরেছিলেন ওনোজো। বাড়ি ফিরে ছোট স্ত্রীর ঘরেই যান ওনোজো। এতে ক্ষেপে যান অন্য পাঁচ স্ত্রী। তারা ক্ষুব্ধ হয়ে চড়াও হন ওনোজোর ওপর। এরপর পর পর চার স্ত্রীর সঙ্গে যৌন মিলনে বাধ্য হয় ওনোজো। পঞ্চম স্ত্রীর সঙ্গে সহবাসের সময় হঠাৎ স্ট্রোক হয়ে মারা যান ওনোজো।
ঘটনার পর পাঁচ স্ত্রী পালিয়ে যায়। তবে তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করে নাইজেরিয় পুলিশ।
অভিযুক্ত পাঁচ স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মামলা দায়ের করেছে পুলিশ। সূত্র: ওয়েবসাইট।