এক কানাডীয় যুবক আগ্নেয়গিরির জ্বালামুখের কাছে সেলফি তুলেছেন। অন্য আর দশটা সেলফির থেকে নিজেরটাকে অনন্য করতেই সে এই ভয়ঙ্ককর কাজটি করে।
জর্জ কুরোনিস নামের ওই যুবক এজন্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর আরব্রাম আগ্নেয়গিরির জ্বালার মুখের পাশে দাঁড়িয়ে ছবি তোলে। এসময়কার ঘটনার একটি ভিডিও তিনি ইউটিউবে আপলোড করনে। ভিডিওটি মুহুর্তের মধ্যেই ইউটিউবের মধ্যে সাড়া ফেলে দেয়।
কুরোনিস পেশায় একজন টিভি অভিনেতা। অ্যাংগ্রি প্লানেট নামের একটি টিভি অনুষ্ঠানে অভিনয় করেন তিনি। তিনি জানান, আগ্নেয় জ্বালামুখের তাপমাত্রা এতটাই বেশি যে তার ধারে ক্যামেরা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরার লেন্স গলে যায়। তবে তার আগেই একটি সেলফি তুলতে সক্ষম হয়েছিলেন তিনি। অবশ্য দূর থেকে তার সফর সঙ্গীরা পুরো ঘটনাটির একটি ভিডিও করে রাখেন। যা পরবর্তীতে ইউটিউবে ঝড় তোলে।