কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাঁচ পা বিশষ্টি এক গরুর বাছুরের জন্ম হয়েছে। বিচিত্র এই বাছুরের জন্ম হয়েছে উপজেলা সদর ইউনিয়নের সীমান্তবর্তী পকেট বিদ্যাবাগীশ গ্রামের আনসার ও ভিডিপি সদস্য ইসলাম মিয়ার বাড়িতে। বাছুরটিকে দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার উৎসুক জনতা তার বাড়িতে ভীড় করছেন।
ইসলাম মিয়া জানান, শনিবার সকালে তার বাড়ির গাভি একটি সুস্থ সবল বাছুরের জন্ম দেয়। জন্মের পর দেখা যায় বাছুরটির ৩ পা স্বাভাবিক থাকলেও পিছনের একটি পায়ের পরিবর্তে ছোট ছোট দুটি পা। পা দুটি বাছুরটির শরীরের সঙ্গে ঝুলে আছে।