আকাশে জন্ম নিল শিশু! শুনেই হয়তো বলবেন এটা কিভাবে সম্ভব। কারণ মায়ের গর্ভে কেবলই শিশু জন্ম নিতে পারে। তাহলে কি ঘটনাটি মিথ্যা। আসলে যা ভাবছেন তা নয়। আসলে ঘটনাটি হলো চলন্ত উড়োজাহাজের ভেতরেই জন্ম নিয়েছে শিশু।
জানা গেছে, শুক্রবার দুপুরে লেবানন থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে ইয়াসমিন আক্তার (৩৫) নামের এক অন্তঃসত্বা নারী আসছিলেন ঢাকায়। জি-৯৫১৩ ফ্লাইটের পথিমধ্যে প্রসব যন্ত্রণা শুরু হয় ওই নারী যাত্রীর। এ সময় কেবিন ক্রু ও ফ্লাইট অ্যাটেন্ডেন্টসহ প্লেনে থাকা নারী যাত্রীরা উড়োজাহাজের ভেতরেই ইয়াসমিন আক্তারকে সন্তান প্রসবে সহায়তা করেন।
পরে এয়ার এরাবিয়ার লোকজনের প্রাপ্ত খবরের ভিত্তিতে আগে থেকেই অ্যাম্বুলেন্সসহ অন্যান্য ব্যবস্থা প্রস্তুত রাখা হয়। এরপর প্লেনটি অবতরণের সঙ্গে সঙ্গেই মা ও শিশুকে উত্তরার একটি ক্লিনিকে পাঠানো হয়। বর্তমানে মা ও শিশু সুস্থ আছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব