দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার জেপি ডুমিনি। সব সময় ছন্দে থাকার কারণে জাতীয় দলের নিয়মিত পারফর্মার এ অলরাউন্ডার। তাই ক্রিকেট মাঠে নিয়মিত দেখা যায় এ আফ্রিকানকে। মারকুটে হওয়ার কারণে সারা বছর বিভিন্ন দেশে টি-২০ লিগও তিনি খেলে থাকেন। কিন্তু বাসায় শাড়ী কেন পড়লেন ডুমিনি। ব্যাপারটা আসলেই চমকে উঠার মতো।
আইপিএল খেলতে তিনি এখন ভারতে। কোন এক অদ্ভুত কারণে প্রেমে পড়েছেন শাড়ির! এরপর নিজেই তা গায়ে জড়িয়ে তুলে ফেলেছেন ছবি!
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৫/মাহবুব