প্রেমের বিয়ে না মানায় শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে মেয়ের জামাই ও তার বন্ধুরা। এমন ঘটনা ঘটেছে যশোরের কেশবপুর উপজেলায়। আজ রবিবার সকালে গুরুতর আহত শ্বশুর হোসেন আলীকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলার বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যমকে বলেন, বছর দেড়েক আগে উপজেলার তেঘরি গ্রামের আজহারুল ইসলাম ও হাসানপুর গ্রামের কাঠমিস্ত্রি হোসেন আলীর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। এরপর গোপনে তারা বিয়ে করেন। কিন্তু এ বিয়ে মেনে নেয়নি হোসেন আলী। চার থেকে পাঁচ দিন আগে কেশবপুরের একটি ক্লিনিকে হোসেন আলীর মেয়ে সন্তান প্রসব করেন। এতেও তিনি মেয়ে ও নাতিকে দেখতে না আসায় শ্বশুরের প্রতি ক্ষুব্ধ হন মেয়ে জামাই আজহারুল।
শনিবার রাত ১১টায় টিটা বাজিতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে বন্ধুদের নিয়ে শ্বশুরকে কুপিয়ে জখম করেন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ সকালে তার মৃত্যু হয়। এদিকে হত্যাকাণ্ডে অংশ নেওয়া আজহারুলসহ পাঁচজনের মধ্যে ওমর আলী, রেজাউল ও বিল্লালকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৫/ রোকেয়া।