শেষ পর্যন্ত আইসক্রিম তৈরিতে মানুষের বুকের দুধ ব্যবহার শুরু করেছে লন্ডনের এক আইসক্রিম নির্মাতা কোম্পানি 'দ্য লিকটেটরস'। আর এতে সমর্থন ও পরামর্শ জুগিয়েছে স্তন্যপান বিষয়ে আন্দোলনকারী ভিক্টোরিয়া হিলে। গত ২৫ এপ্রিল নতুন এ আইসক্রিমটি বাজারে এসেছে। এটাকে তারা আইসক্রিমের রাজকীয় সংস্করণ বলে দাবি করলেও বিতর্ক তাদের পিছু ছাড়ছে না। অনেকে বিষয়টিকে মায়ের দুধের অসম্মান বলে মনে করছেন।
আইসক্রিমের এই রেসিপিটা চপেটাঘাত করেছে তামাম রক্ষণশীলকুলকে। কারণ, সেখানে ভ্যানিলার সঙ্গে মিশে আছে বিশুদ্ধ এবং একশো শতাংশ মাতৃদুগ্ধ। মানে মানুষ-মায়ের বুকের দুধ! লন্ডন এখন বিভোর প্রিন্স উইলিয়াম ও কেট মিড্লটন-এর দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায়। হিলে ঠিক এই সময়টাই বেছে নিলেন 'রয়্যাল বেবি গাগা' নামে এই আইসক্রিমের সঙ্গে আমজনতার পরিচয় করিয়ে দিতে। এর মাধ্যমে নাকি সমস্ত মা’কে তিনি মনে করিয়ে দিতে চাইছেন বুকের দুধ খাওয়ানোর উপকারিতার কথা। সঙ্গে এটাও জুড়ছেন, এমন অমৃত-স্বাদ আর কিচ্ছুতে মেলে না।
তবে বিরোধীরা বলছেন, মায়ের বুকের দুধে শুধু শিশু সন্তানেরই অধিকার। সেই দুধ আইসক্রিমে মিশিয়ে সারা মানুষকে খাওয়ানো মাতৃদুগ্ধের মতো অমূল্য ও সম্মানীয় বস্তুর অবমাননা। তাই বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হতে প্রস্তুতি নিচ্ছেন অনেকে।
বিডি-প্রতিদিন/০৩ মে ২০১৫/ এস আহমেদ