ভারতের মুম্বাইয়ে থানা ইন্সপেক্টরকে গুলি করে হত্যার পর নিজের মাথায় রিভলবার ঠেকিয়ে আত্মহত্যা করেছেন এক এএসআই। অনুপস্থিতি নিয়ে তর্কের জেরে শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকায় ভাকোলা থানায় এ ঘটনা ঘটেছে। একই ঘটনায় অপর একজন গুলিবিদ্ধ হন। খবর এনডিটিভি।
মুম্বাইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়া জানান, এএসআই দিলীপ শিরকে আগের রাতে ডিউটিতে না আসায় থানার সিনিয়র ইন্সপেক্টর বিলাস যোশি রেজিস্ট্রার খাতায় তাকে ‘অনুপস্থিত’ লিখে রাখেন। শনিবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধে। ইন্সপেক্টর বিলাস ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় এএসআই দিলীপ রিভলবার বের করে পরপর দুটো গুলি করেন। এর একটি লাগে ইন্সপেক্টরের পিঠে, অন্যটি তার আরদালির উরুতে। এরপর রিভলবার নিজের মাথায় ঠেকিয়ে গুলি করেন এএসআই দিলীপ।
সহকর্মীরা তাদের তিনজনকেই দ্রুত মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিলীপকে মৃত ঘোষণা করেন। রাত ২টার পর চিকিৎসাধীন অবস্থায় বিলাসও মারা যান।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৫/ রশিদা