রেজিস্ট্রি বিয়ে, পারিবারিকভাবে সবার উপস্থিতিতে বিয়ে কিংবা বাসা থেকে পালিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ের কথা সবারই কম-বেশি জানা, কিন্তু কখনো কি শুনেছেন রশির উপর বিয়ে করার কথা! আশ্বর্য হলেন কি? হ্যাঁ, এমনই এক বিয়ের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে।
ক্রিস বুল এবং ফোয়েবি বেকার নামের ওই নবদম্পতি তাদের বিয়ের কাজটি সেরেছেন ভূমি থেকে ৮০ ফুট উঁচুতে স্রেফ রশির উপর দাঁড়িয়ে। এরপর সেখানে তারা দমবন্ধ করা কয়েক মুহূর্ত কাটান।
তবে কেন এই অভিনবত্ব! এর পেছনের কারণটা হলো এরা দু’জনেই সার্কাসের পারফরমার। কসরত শুধু মঞ্চে কেন, বিয়েটাও সেভাবে সারলেন তারা।
https://www.youtube.com/watch?v=yfmSg_HXuIk
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৫/মাহবুব