বিশ্বের সবচেয়ে যৌনাবেদনময়ী পুরুষরা বাস করেন আয়ারল্যান্ডে! এ দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া। পাকিস্তান তালিকার তৃতীয় আসনটি দখল করে নিয়েছে। তবে তালিকায় দশের মধ্যেও নেই ভারত।
'মিস ট্র্যাভেল' নামের একটি ওয়েবসাইট সমীক্ষা চালিয়েছিল বিভিন্ন দেশের পুরুষ ও নারীদের ওপর। তারই ভিত্তিতে যে দেশের মানুষরা সুন্দর দেখতে ও উদার মানসিকতার, তার একটি তালিকা তৈরি করে ওই ওয়েবসাইট। বিশ্বের সবচেয়ে 'সেক্সি' পুরুষদের তালিকায় এক নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। এরপর পর্যায়ক্রমে ২.অস্ট্রেলিয়া ৩.পাকিস্তান ৪.আমেরিকা ৫.ইংল্যান্ড ৬.স্কটল্যান্ড ৭.ইতালি ৮.নাইজেরিয়া ৯.ডেনমার্ক ১০.স্পেন। তবে তালিকায় ঠাঁই হয়নি ভারতের পুরুষদের।
অন্যদিকে বিশ্বে সবচেয়ে 'সেক্সি' নারীদের বাসস্থান যে দেশে তার তালিকা - ১.আর্মেনিয়া ২.বার্বাডোজ ৩.আমেরিকা ৪.কলম্বিয়া ৫.ইংল্যান্ড ৬.অস্ট্রেলিয়া ৭.ব্রাজিল ৮.ফিলিপিন্স ৯.বুলগেরিয়া ১০.লেবানন।– ওয়েবসাইট।
বিডি-প্রতিদিন/০৭ মে ২০১৫/ এস আহমেদ