দিন দিন পাল্টে যাচ্ছে প্রতিবাদের ধরন। এখন তো পাশ্চাত্যে কথায় কথায় নগ্ন হয়ে প্রতিবাদে নামতে দেখা যায়। এবার মেক্সিকোতে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ করলেন এক নারী। অবশ্য নগ্নতার দিকে যাননি তিনি, প্রতিবাদ জানাতে চড়েছেন ক্রুশে।
কেন জানেন? মেক্সিকোতে ৭ জুন আঞ্চলিক নির্বাচন হচ্ছে। সেখানেই নির্দলীয় প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন ৪৭ বছরের রাফায়েলা রোমো ওরোজকো নামে ওই নারী। সেই মতো লিফলেট ছাপানো, প্রচারপত্র বিলি, মনোনয়নপত্র পেশসহ ভোটে লড়ার জন্য যাবতীয় কাজকর্ম প্রায় শেষ করেছিলেন। কিন্তু বাধ সাধল নির্বাচন কমিশন। রাফায়েলা আয়-ব্যয়ের হিসাবের খতিয়ান দাখিল না করায় তাকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়। কোনও উপায় না দেখে প্রতিবাদকেই হাতিয়ার করেন তিনি।
মাটি থেকে প্রায় ২০ ফুট উঁচু একটি পোলে ক্রুশের মতো দাঁড়িয়ে সারাদিন প্রতিবাদ করেন রাফায়েলা। সঙ্গে তার সমর্থক ৪০ জনের মত অনুগামীও গলা ফাটাচ্ছিলেন পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে। প্রখর রোদে এমন প্রতিবাদের ফলে যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য চিকিৎসকও উপস্থিত ছিলেন সেখানে। ঘণ্টায় ঘণ্টায় তার প্রেসার এবং তাপমাত্রা মাপা হচ্ছিল।
তবে শেষ পর্যন্ত রাফায়েলার প্রতিবাদে নির্বাচন কমিশনের মন গলেছিল কিনা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/০৯ মে ২০১৫/ এস আহমেদ