নিউইয়র্কে পাবলো পিকাসোর আঁকা উইমেন অব আলজিয়ার্স নামের চিত্রকর্মটি নিলামে তোলা হলে ১৭ কোটি ৯৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়। এই নিলামটির আয়োজন করেছে নিলামকারী সংস্থা ক্রিস্টি’স। টেলিফোনে অজ্ঞাত এক ক্রেতা এটি কেনার ঘোষণা দিয়েছেন। চিত্রকর্মটির আনুমানিক মূল্য থেকে অনেক বেশি দামে এটি কিনে নিচ্ছেন ওই ক্রেতা। খবর বিবিসি।
স্প্যানিশ চিত্রকর পিকাসোর এই তেলচিত্রটিতে উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে। তাতে রয়েছে পিকাসোর সুপরিচিত কিউবিক ধারার ছাপ। নগ্ন এক রমণীকে সেখানে দেখা যাচ্ছে। এটির চূড়ান্তমূল্য ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার।
বিডি-প্রতিদিন/ ১২ মে, ২০১৫/ রশিদা