সেলফি তোলা যদি আপনার শখ হয়ে থাকে তবে শুধু ফ্রন্ট কিংবা ব্যাক ক্যামেরার উপর ভরসা করে আর থাকতে হবে না। এবার আপনার সেলফি তুলে দেবে আস্ত একটা ড্রোন। সম্প্রতি আমেরিকার বার্কলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এমনই এক ড্রোন আবিষ্কার করেছে।
শুধু তাই নয় এই ড্রোন চাইলে যে কেউ নিজেই ওড়াতে পারবেন। একবার উড়িয়ে দিলে ওটি নিজেই চিনে নেবে আপনাকে। আর আপনার ছবি তুলতে ‘ফলো’ করতে হবে আপনাকে। এটির মধ্যে নিজস্ব ক্ষমতা আছে যা থেকে এটি যার ছবি তুলতে হবে সেই সাবজেক্ট-কে সহজেই চিনতে পারবে। এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে ”লিলি ক্যামেরা”।
১০ ইঞ্চি চওড়া, ৩ ইঞ্চি লম্বা, ওজন ২.৮ পাউন্ড বিশিষ্ট এই ড্রোনটি ২০ মিনিট উড়তে পারে। ১২ মেগাপিক্সেলের সেলফি তুলে দেবে এই লিলি ক্যামেরা।
বিডি-প্রতিদিন/১৩ মে, ২০১৫/মাহবুব