ভারতের বিহার রাজ্যে বুধবার এক প্রেমিক যুগলকে নির্মমভাবে প্রহারের পর আগুনে পুড়িয়ে হত্যা করেছে পরিবারের লোকজন। রাজ্যের গয়ায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
প্রেমিকের বয়স ছিল ৩০ এবং প্রেমিকার ১৬। পরিবারের অমত থাকায় বিয়ে করার জন্য শনিবার তারা গোপনে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে মেয়েরে পরিবারের লোকজন তাদের ধরে এনে গ্রামবাসীদের সামনে তাদের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে দুজনেই মারা যায়।
স্থানীয়রা জানিয়েছে, ওই প্রেমিক বিবাহিত এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন। তার শ্বশুরবাড়ি ছিল ওই গ্রামে। এজন্য তিনি প্রায়ই সেখানে বেড়াতে যেতেন। কোনো এক সময় কিশোরী মেয়েটির সঙ্গে তার পরিচয় হয় এবং দুজনে প্রেমে পড়েন। কিন্তু তাদের এ সম্পর্ক মেনে নেয়নি ওই কিশোরীর পরিবার। ফলে গত শনিবার তারা পালিয়ে গিয়েছিল।
এ ঘটনায় মেয়েটির বাবাসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৪ মে, ২০১৫/ রশিদা