নারীরা সেনাবাহিনীতে নিয়োগ পেতে হলে তাকে অবশ্যই কুমারীত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কোনো নারী দুশ্চরিত্র কি না, তার জন্য এই পরীক্ষা অপরিহার্য। ইন্দোনেশিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীতে নিয়োগের আগে বাধ্যতামূলকভাবে নারীদের কুমারীত্ব পরীক্ষার নীতি বন্ধ করতে ইন্দোনেশিয়া সরকারে প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বৃহস্পতিবার এইচআরডব্লিউ বলেছে, মেয়েদের কুমারীত্ব যাচাইয়ের জন্য ‘দুই আঙুলের ছাপ পরীক্ষা’ নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতার শামিল।
এ ছাড়া এই নীতি নারীদের বিরুদ্ধে ‘বৈষম্য ও আক্রমণমূলক’। ইন্দোনেশিয়ার সেনাবাহিনী এইচআরডব্লিউর যুক্তির বিরুদ্ধে বলেছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার অংশ এটি এবং নতুন নিয়োগের জন্য এই নীতি মেনে চলা হবে।
বিডি-প্রতিদিন/ ১৪ মে,২০১৫/ নাবিল