বেশ জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সমকামী বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে ঘরে তুললেন লুুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল। এ সময় তাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং রাষ্ট্রীয় অতিথিরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমে তার বিয়ের ঘোষণা এসেছিল গত বছরের আগস্ট মাসে। তবে বিপরীত লিঙ্গের কাউকে নয়, স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, সমকামী সঙ্গীকেই তিনি ঘরে তুলবেন। শেষ পর্যন্ত তা-ই করলেন তিনি।
ইউরোপের কোনো দেশের ক্ষমতাসীন নেতা হিসেবে প্রথম এবং একই মর্যাদায় বিশ্বের কোনো নেতা হিসেবে দ্বিতীয় ব্যক্তি হিসেবে সমকামী সঙ্গীকে বিয়ে করলেন তিনি।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
লুক্সেমবার্গের রাজধানী লুক্সেমবার্গ সিটির ঐতিহ্যবাহী টাউন হলে সমকামী সঙ্গী গথিয়ের ডেসটিনির সঙ্গে সংসারের গাঁটছড়া বাঁধেন বেটেল। গথিয়ের পেশায় একজন স্থাপত্যবিদ।
২০১৪ সালের জুন মাসে লুক্সেমবার্গে সমকামী বিয়ের বৈধতা দিয়ে আইন পাস হয়। এই আইনে বিয়ে হওয়া প্রথম যুগল বেটেল ও গথিয়ের।
এর আগে ২০১০ সালে আইসল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী জোহানা (নারী) তার সমকামী নারী সঙ্গীকে বিয়ে করেন।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৫/ এস আহমেদ