মাত্র ৬ ছিটের একটি মাইক্রোবাস। অথচ সেই বাসে যাত্রী কি না ৫০ জন। ভাবছেন এটা কিভাবে সম্ভব? বিশ্বাস না হওয়ায় স্বাভাবিক। এজন্য নিচে ভিডিও দেওয়া আছে। আপনি চাইলেই সে দৃশ্যের একজন প্রত্যক্ষদর্শীও হতে পারেন।
অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে চীনের গুইয়াং শহরে। ছয় সিটের একটি ছোট্ট বাসে ড্রাইভারসহ ৫০ জনকে পাওয়া গেছে গাদাগাদি অবস্থায়। জানা গেছে, স্থানীয় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে যাচ্ছিলেন ওই শ্রমিকরা। যাতায়াতের সময় বাঁচাতেরই ওই মাইক্রোবাসে গাদাগাদি উঠানো হয় ৫০ জনকে।
অবশ্য পুলিশের কাছে ধরা পড়ার পর যাত্রীদের একে একে নামানো হয় বাস থেকে। এরপর অন্য যানবাহনে তুলে দেয়া হয় ওই সকল শ্রমিকদের। আর ড্রাইভারকে করা হয় জরিমানা। ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৫/মাহবুব