এমন ঘটনা ১৩৯ বছরে এইবারই প্রথম ঘটলো। প্রবল গরমে শুকিয়ে গেছে নাসিকের পবিত্র স্নানের জায়গা রামকুণ্ড। আর ক'দিন বাদেই মারাঠি নববর্ষ। গোদাবরী নদী থেকে আসা পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে রামকুণ্ড। সেখানে নববর্ষের দিন কুম্ভস্নান করতে যান হাজার হাজার মানুষ।
খরা দুর্গত মহারাষ্ট্রে পানির স্তর নেমেছে গোদাবরী নদীরও। আর তারই প্রভাব পড়েছে রামকুণ্ডে। তাই পুণ্যার্থীদের নিয়ে চিন্তায় পড়েছে প্রশাসন। খটখটে শুকনো রামকুণ্ডে তারা কী করে মাথা ডোবাবেন তার উপায় খুঁজতে হিমশিম খাচ্ছেন তারা।
এই অবস্থায় নাসিক নগর নিগম কৃত্রিমভাবে রামকুণ্ডে পানি ঢেলে আপাতত পুণ্যার্থীদের হাঁটু ডোবানোর ব্যবস্থা করেছে।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল, ২০১৬/ রশিদা